রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

কক্সবাজারে নতুন ১০ জন সহ করোনায় মোট আক্রান্ত ২৯৮৩

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলায় ১১ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫৫ জন রোহিঙ্গাসহ ২ হাজার ৯৮৩ জন; এদের মধ্যে ৫ জন রোহিঙ্গাসহ মৃত্যু হয়েছে ৪৭ জনের। এদিকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১ হাজার ৬৪২ জন।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজের পোস্ট এবং কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অনুপম বড়ুয়ার বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত ১০ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৫৫ জন রোহিঙ্গাসহ ২ হাজার ৯৭৩ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৬৪২ জন। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গাসহ ৪৭ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অনুপম বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার জেলায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ জন। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা ৩ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন এবং মহেশখালী উপজেলায় ২ জন।

এ নিয়ে ১১ জুলাই পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৩ জন।

অন্যদিকে জেলা প্রশাসনের উপজেলা ভিত্তিক আক্রান্ত, সুস্থ ও মৃত্যু হওয়ার তথ্য মতে, গত ১০ জুলাই পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ৪০২ জন, সুস্থ ৬১৪ জন এবং ২৪ জনের মৃত্যু হয়েছে। রামু উপজেলায় আক্রান্ত ২৫১ জন, সুস্থ ১৩৮ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলায় আক্রান্ত ৩৬২ জন, সুস্থ ২২১ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। টেকনাফ উপজেলায় আক্রান্ত ২৬৮ জন, সুস্থ ১৯৫ জন এবং ৫ জনের মৃত্যু হয়েছে। চকরিয়া উপজেলায় আক্রান্ত ৩৪৫ জন, সুস্থ ২৩০ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। পেকুয়া উপজেলায় আক্রান্ত ১২৬ জন, সুস্থ ১০০ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে। মহেশখালী উপজেলায় আক্রান্ত ১৪৯ জন, সুস্থ হয়েছে ১১১ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত ৭০ জন, সুস্থ ৩৩ এবং ২ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888