বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
বিডিনিউজ: ফেইসবুকের বিজ্ঞাপন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ২০২০ সালের মার্কিন নির্বাচনের আগের কয়েক দিন প্ল্যাটফর্মে নিষিদ্ধ থাকতে পারে রাজনৈতিক বিজ্ঞাপন।
টুইটারের মতো সারা বছর বিজ্ঞাপন বন্ধ না রেখে, যুক্তরাষ্ট্রে শুধু নির্বাচনের আগে কয়েকটা দিন বিজ্ঞাপন বন্ধ রাখার পরিকল্পনা করছে ফেইসবুক। প্রস্তাবিত নীতিতে বলা হচ্ছে, ওই দিনগুলো “ব্ল্যাকআউট” সময় হিসেবে ধরবে সোশাল নেটওয়ার্কিং জায়ান্টটি, নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়া পর্যন্ত কোনো বিজ্ঞাপন চোখে পড়বে না প্ল্যাটফর্মে। — ব্লুমবার্গের বরাত দিয়ে জানিয়েছে এনগ্যাজেট।
ঠিক কতদিন বিজ্ঞাপন বন্ধ থাকবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ফেইসবুক। যুক্তরাজ্যসহ অনেক দেশ নির্বাচনের দিন বা আগের কয়েক দিনে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধে আইন রয়েছে।
সম্প্রতি বিজ্ঞাপন বয়কট প্রচারণার মুখে পড়েছে ফেইসবুক। সবমিলিয়ে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান যোগ দিয়েছে ওই প্রচারণায়, এদের মধ্যে রয়েছে ইউনিলিভার, হার্শিজ, কোকা-কোলার মতো প্রতিষ্ঠান। এ ছাড়াও গত সপ্তাহের স্বাধীন এক অডিটে ভালো করেনি ফেইসবুকের রাজনৈতিক বিজ্ঞাপন নীতি। রাজনীতিবিদদের প্রচারণার সত্যতা যাচাই না করার সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা সহ্য করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
.coxsbazartimes.com
Leave a Reply