বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
শনিবার বেলা ১২ টায় সৈকতের লাবণী পয়েন্টের পর্যটন মার্কেট ( ছাতা মার্কেট ) সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান।
তবে উদ্ধার হওয়া এসব ইয়াবা কিভাবে সৈকত এলাকায় এলো এবং কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানান তিনি।
এসপি জিল্লুর বলেন, শনিবার বেলা ১২ টায় পর্যটন মার্কেট সংলগ্ন নির্জন সৈকতে পলিথিন মোড়ানো ইয়াবা সদৃশ প্যাকেট দেখতে পেয়ে স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৈকতের বালিয়াড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়।
“ প্যাকেটটির ভিতরে বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ইয়াবাগুলো গলে গেছে। তারপরও ধারণা করা হচ্ছে, প্যাকেটটিতে আনুমানিক ১০ হাজার ইয়াবা ছিল” বলেন, ট্যুরিস্ট পুলিশের এসপি।
জিল্লুর জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনায় গত ১৮ মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা বন্ধ রয়েছে। সেই সাথে সৈকতের পর্যটন মার্কেটসহ সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান জিল্লুর রহমান।
.coxsbazartimes.com
Leave a Reply