শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সমকাল: কারো জন্য আগাম কবর খুঁড়ে রাখার বিষয়টা ভাবতেই অস্বস্তিকর। এমন কাজ করাও হয় না। মানুষ মারা গেলেই কেবল তার জন্য কবর খোঁড়ার প্রসঙ্গ আসে। কিন্তু সে আগাম কবর খুঁড়ে রাখার কাজটাই চলছে এখন দক্ষিণ আফ্রিকায়। সংক্রমিত ও মৃতের সংখ্যার শীর্ষে থাকা দেশটির গাওতেং প্রদেশে অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।
রাজধানী প্রিটোরিয়া এবং বৃহত্তম শহর জোহানেসবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। ইতোমধ্যে সরকারি হিসেবে এ প্রদেশে ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা দেশটিতে মোট আক্রান্তের এক তৃতীয়াংশ। পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, ‘এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। এখন জনসাধারণের দায়িত্ব, এসব কবরের যাতে প্রয়োজন না হয়।’
তিনি বলেন, ‘আমরা নিরুপায়। মৃত্যুর হার যেভাবে বাড়ছে সে কারণে ভয় থেকে এসব করা।’
দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭২০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬১ জন।
.coxsbazartimes.com
Leave a Reply