শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
বাংলা ট্রিবিউন: করোনাভাইরাস মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলেই বাংলাদেশে ফিরবেন মডেল-অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। ঢাকায় এসে আবারও অভিনয় করতে চান তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশে ফিরতে আমি মুখিয়ে আছি। সবকিছু স্বাভাবিক হলেই দৌড়ে চলে আসবো!’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে “লেট’স টক উইথ বাংলা ট্রিবিউন” অনুষ্ঠানে
যোগ দিয়ে মোনালিসা বলেছেন, ‘ভক্তদের খুব মিস করি। তাদের জন্য আমি আবারও
দেশে আসবো এবং কাজ করবো।’
করোনাভাইরাস মহামারির প্রথম দুই মাস আবেগে
কান্নাকাটি করেছেন মোনালিসা! সেই কথা জানিয়ে বলতে থাকলেন, ‘লকডাউনের কারণে
স্বেচ্ছায় ঘরবন্দি থেকে সবার অবস্থাই নাজুক। তিনটা মাস কী কষ্টে যে কেটেছে,
তা বলার অপেক্ষা রাখে না। তখন বাইরের হাওয়াও ঘরে ঢোকাতে ভয় লেগেছে। আমার
কয়েকজন বন্ধু তো জানালা পর্যন্ত খোলেনি। এমন আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছি।’
মোনালিসা
জানালেন, নিউ ইয়র্কে অন্যান্য রাজ্যগুলোর তুলনায় করোনার প্রকোপ এখন কিছুটা
কমেছে। যদিও ফের বেড়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা কাটেনি তার। তাই সচেতন
থাকছেন সবসময়। তিনি বলেন, ‘কী বলবো! বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা। জীবনে
কখনও এমন হবে ভাবিনি। মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আমি একা থাকি।
তবে নিজেকে মানিয়ে নিয়েছি ধীরে ধীরে। পরিবারের সঙ্গে থাকলে কাজের শেষে অনেক
কিছু ভাগাভাগি করা যায়। সেই সুযোগটা এখন হয় না। করোনাকালে তো ২৪ ঘণ্টাই
বাসায় থেকে মনে হচ্ছে যেন জেলখানায় আছি! এমনকি নিউ ইয়র্কেও কারও সাথে দেখা
হয়নি। এখন আমার যদি কিছু হয় কেউ তো সহযোগিতাও করতে পারবে না। কারণ কেউই ঘর
থেকে বের হচ্ছে না। এখন শুধুই বাংলাদেশ আর পরিবারের কথা ভাবি।’
মোনালিসার
মা-বোনসহ পুরো পরিবার বাংলাদেশে থাকে। তাদের কথা খুব মনে পড়ছে তার, ‘আমার
মা, পরিবার, আত্মীয়স্বজন সবাইকে খুব মিস করছি। বাংলাদেশকে খুব মিস করি বলেই
সুযোগ পেলে ছুটে যাই। বিশেষ করে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে থাকার চেষ্টা
করি। এবারও (ঈদুল ফিতর) পরিকল্পনা ছিল ঢাকায় যাবো। কিন্তু করোনাভাইরাস তা
হতে দিলো না। যখনই সুযোগ পাই দেশে ফিরে কাজ করার চেষ্টা থাকে আমার।’
মাকে
ছেড়ে থাকা মোনালিসার জন্য খুব কষ্টদায়ক। কারণ তার সঙ্গে সবসময় ছায়ার মতো
থাকতেন মা। তিনি বললেন, ‘মা অনেক সহযোগিতা করেন। বন্ধুর মতো। তার জন্য আজ
আমি মোনালিসা বা কাজের সুযোগ পেয়েছি এবং মানুষ আমাকে চিনতে পেরেছে। সবসময়
মায়ের অনেক সহায়তা ছিল আমার জীবনে। এখনও মাকে ছাড়া কিছু ভাবতেই পারি না।
তবে এটাও ঠিক যে, জীবনে চলার পথ সবসময় মসৃণ হয় না। অনেক কিছু শিখতে হয়,
জানতে হয়।’
আমেরিকায় নতুন ক্যারিয়ারে যুক্ত হয়েছেন মোনালিসা। বললেন, ‘নতুন কিছু শিখছি। সত্যি বলতে শেখার কোনও শেষ নেই।’
টেলিভিশন
অঙ্গনকেও মিস করেন এই সুন্দরী, ‘শোবিজে সবার আদরের ছিলাম। যতদিন কাজ
করেছি, সবার ভালোবাসা পেয়েছি। দেশের বাইরে যখন নাটকের শুটিংয়ে গিয়েছিলাম,
তখনও প্রতিটি মুহূর্তে সবার সহায়তা পেয়েছি। কখনও নিজেকে আলাদা কেউ মনে
হয়নি। ভুল করলে বড়রা শিখিয়েছেন। এটা আমার জন্য পরম পাওয়া। এখনও সবার
ভালোবাসা বয়ে বেড়াচ্ছি। ভক্তরা এখনও আমাকে ভালোবাসে, মিস করে, পর্দায় দেখতে
চায়। এটাও তো অনেক বড় কিছু আমার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
বাংলা
ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বুধবার (৮ জুলাই) “লেট’স
টক উইথ বাংলা ট্রিবিউন”-এর প্রিমিয়ার হয়েছে। সঞ্চালনা করেছেন অভিনেত্রী
বন্যা মির্জা। তার সঙ্গে একবার লন্ডনে বেড়াতে গিয়েছিলেন মোনালিসা। আলাপে
উঠে আসে সেই স্মৃতি।
আমেরিকায় অভিনেতা টনি ডায়েস, অভিনেত্রী শ্রাবন্তী,
রিচি সোলায়মান, রোমানাসহ অনেকের বসবাস। তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে
দেখা-সাক্ষাৎ হয় না মোনালিসার। কারণ তিনি ফুল-টাইম চাকরি নিয়ে ব্যস্ত। তবে
মাঝে মধ্যে সবার পুনর্মিলন হয়। তখন ভালোই লাগে তার। বাংলাদেশ থেকে যখন
অভিনয়শিল্পীরা যান তখন সময়টা বেশ উপভোগ্য হয়ে ওঠে জনপ্রিয় এই তারকার।
.coxsbazartimes.com
Leave a Reply