সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
বিডিনিউজ: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দেবে সরকার।
বিশেষ সম্মানী হিসেবে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন তারা।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
এতে বলা হয়, “বিশেষ সম্মানীর আওতায় শুধু কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।”
সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে বলা হয় পরিপত্রে।
স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিদির্ষ্ট ফরমে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবে।
স্বাস্থ্যসেবা বিভাগ তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই করে অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানে সরকারি আদেশ জারি করবে।
সম্মানী বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
এ সম্মানী বর্তমান প্রচলিত অন্য যে কোনো প্রজ্ঞাপন বা আদেশে বর্ণিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে বলে পরিপত্রে বলা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply