রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

টেকনাফে ৭১ ভরি স্বর্ণ সহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে অভিযান চালিয়ে ৭১ ভরির বেশি স্বর্ণ সহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছেন বিজিবি।

বুধবার সন্ধ্যা হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে এলাকা থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

আটক হলেন, উখিয়া উপজেলার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা শরনার্থী শিবিরের ব্লক-সি/১৯ বাসিন্দা মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ শফি উল্লাহ (৪০)।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, হোয়াইক্যং চেকপোস্টে একটি বিশেষ টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মিনি বাস (স্পেশাল সার্ভিস)বিজিবি চেকপোষ্টের সামনে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করে পাঞ্জাবীর ভিতরের সাইডের পকেট থেকে ৭১ভরি ১আনা ৫রতি ৫পয়েন্ট ওজনের৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরো বলেন, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৩ লাখ ২ হাজার ৭৪৭ টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ধৃতকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অলংকার কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888