রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় পাহাড় কর্তনকারী এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই সময় ১৫-২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার বলেন, শহরের ১২ নং ওয়ার্ড সৈকতপাড়ার সৈকতপাড়ায় পাহাড় কেটে তৈরি করা প্লট এবং ঘরের অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়। করোনাকালের সুযোগ নিয়ে যারা অবৈধভাবে পাহাড় কর্তন ও দখল করছে তাদের সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহায়তা করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর, পিডিবি এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যরা।
.coxsbazartimes.com
Leave a Reply