শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’ রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার রামুতে বড় ভাই হত্যা মামলায় ছোট্ট ভাই গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা আটক সৈকতে নারী হেনস্তাকারি ফারুকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা নজরুল ইসলাম চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরী আর নেই। তিনি বুধবার (৮ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেসের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এএম সিরাজুল ইসলাম।

নজরুল ইসলাম চৌধুরী ১ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি পেকুয়া উপজেলার মগনামার মরহুম মাওলানা ফজলুল হকের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বসবাস করে আসছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৩ জুন তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে সেখান থেকে তাকে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

পরিবার সূত্র জানিয়েছে, বুধবার (৮ জুলাই) রাত ১১ টায় বায়তুশ শরফ চত্বরে জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর।

পেকুয়া উপজেলার মগনামায় জন্মগ্রহণকারি নজরুল ইসলাম চৌধুরী ষাট্টের দশকের কক্সবাজার মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া ষাট্টের দশকের ছাত্র আন্দোলনের পাশাপাশি জেলায় আওয়ামীলীগ পূর্ণ:গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। বিভিন্ন সময় আওয়ামীলীগের নানা পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন।

॥ শোক ॥

কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888