রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

অপেক্ষার অবসানের টেস্টে বৃষ্টির বাধা

সমকাল : করোনাভাইরােসর কারণে ১১৭ দিন বন্ধ থাকার পর মাঠে ফিরছে ক্রিকেট। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। দাউদাম্পটনে তাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের টসও হয়নি। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল।

ক্রিকেট ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের এখন তাই একটাই প্রার্থনা, ‘যা বৃষ্টি ঝরে যা’। সর্বশেষ খবর অনুযায়ী, বৃষ্টি অবশ্য থেমেও গেছে। মাঠ প্রস্তুতের কাজ চলছে। আকাশও পরিষ্কার হয়ে গেছে। তবে এখনও তোলা হয়নি উইকেটের কভার। আবহাওয়া পূর্বভাসে অবশ্য দ্রুতই বৃষ্টি থেমে যাওয়ার আভাস ছিল না। হয়তো ক্রিকেট প্রেমিদের পার্থনা তা থেমেছে! 

ম্যাচ শুরুর আগের এই বৃষ্টি টস জয়ী দলকে দেবে বাড়তি সুবিধা। বোলিং নিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলার সুযোগ হবে টস জয়ী দলের পেসারদের। বৃষ্টি ভেজা উইকেটে জোফরা আর্চার-স্টুয়ার্ড ব্রডদের সামলানো ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে যাবে খুবই কঠিন। অন্য দিকে পেস-সুইংয়ের পসরা সাজাতে ওয়েস্ট ইন্ডিজ দলে আছে আলজারি জোসেফ-কেমার রোসদের মতো পেসাররা।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডর একাদশের ব্যাটিং অর্ডার বেশ অনভিজ্ঞ। লক ডাউনের কারণে বিরতি থেকে ফেরা ইংল্যান্ডকে ঘরের মাঠে তাই দিতে হবে বড় পরীক্ষা। ইংল্যান্ড অধিনায়ক তাদের দলকে আগামী অ্যাসেজের জন্য প্রস্তুতি হিসেবে দেখছেন। তার মতে, ২০১৫ বিশ্বকাপের জন্য তারা যেমন সময় নিয়ে দল গুছিয়েছিল। এই দল তেমনি অ্যাসেজ ও ভারতের বিপক্ষে ভালো করতে তাদের সহায়তা করবে।

ইংল্যান্ড তাদের একাদশে সাত বোলার রেখেছে। অন্য দিকে পাঁচ বোলার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরবর্তী ম্যাচটা যে বোলারদের হতে যাচ্ছে সেটা সম্ভবত দুই দল আগেই আঁচ করেছে। বৃষ্টি তা আরও নির্ধারণ করে দিল। করোনা পরবর্তী ক্রিকেটে এসেছে বেশি কিছু পরিবর্তন। বলে লালা দেওয়া যাবে না, উইকেট পেলে দলীয় উদযাপনে মানাসহ আরও কিছু বদল এসেছে। এখন ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নেয় সেটাই দেখার পালা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888