মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
বিডিনিউজ: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক দেবপ্রিয় বড়ুয়া মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বাসায় মারা যান ৯০ বছর বয়সী দেবপ্রিয় বড়ুয়া।
চার যুগের বেশি সময় সাংবাদিকতায় থাকা দেবপ্রিয় বড়ুয়া তার পেশার ক্ষেত্রে ‘ডিপি বড়ুয়া’হিসেবেই পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৯৬ সালে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের পদ থেকে অবসরে যাওয়া ডিপি বড়ুয়া ছিলেন জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্যদের একজন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক শোকবার্তায় প্রবীণ এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন।
.coxsbazartimes.com
Leave a Reply