শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

মুজিববর্ষ উপলক্ষ্যে সেনাবাহিনীর মাতৃত্বকালীন চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষ্যে কক্সবাজারের রামুতে গর্ভবতী মায়েদের জন্য দিনব্যাপী ফ্রি-মেডিকেল সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা শিবিরের আয়োজন করে বলে জানান সেনাবাহিনীর রামুর ১০ পদাতিক ডিভিশনের গণমাধ্যম সমন্বয়কারি মেজর ওমর ফারুক।
তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ চিকিৎসা শিবিরে আড়াই-শতাধিক গর্ভবতী নারী সেবা গ্রহণ করেছে। গত ২ মাস ধরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল জেলার বিভিন্ন উপজেলায় বিনামূল্যে মাতৃত্বকালীন চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
মেজর ওমর ফারুক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে করোনাকাল বিবেচনায় রেখে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী মাতৃত্বকালীন এ বিনামূল্যের চিকিৎসাসেবার আয়োজন করে সেনাবাহিনী। এতে চিকিৎসা নিতে আসা গর্ভবতী মায়েদের  অস্থায়ী ল্যাবে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, ঔষুধ ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

“ সেনাবাহিনীর বিশেষষজ্ঞ মহিলা চিকিৎসক দল দ্বারা এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে দিনব্যাপী এ চিকিৎসা শিবিরে আড়াই-শতাধিক গর্ভবতী মা সেবা গ্রহণ করেছে। “

গত ২ মাস ধরে মুজিববর্ষ উপলক্ষ্যে সেনাবাহিনী এ কার্যক্রম চালিয়ে আসছে জানিয়ে ১০ পদাতিক ডিভিশনের এ গণমাধ্যম সমন্বয়কারি বলেন, এর আগে রামু সদর, চকরিয়া, উখিয়া ও পেকুয়ায়ও মাতৃত্বকালীন এ চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল।
মেজর ওমর ফারুক জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের এ চিকিৎসাসেবা প্রদান করা হলেও করোনা মহামারির দুর্যোগে সেনাবাহিনী অসহায়-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং সেনাবাজারসহ নানা  জনহিতকর কর্মকান্ড পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888