শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
এম. আবদুল হক, টেকনাফ : বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ হতে নিজে এবং অন্য সকলদের সুরক্ষার জন্য যে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা তা পুরোপুরি মান হচ্ছেনা সীমান্ত জনপদে। সামাজিক দুরত্ব, মাস্কের ব্যবহার, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া অত্যাবশ্যকীয় বিষয় হলেও টেকনাফ উপজেলার বেশির ভাগ মানুষের মাঝে এসবের কিছুই পরিলক্ষিত হচ্ছেনা।
সরেজমিনে দেখা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের হাটবাজারগুলোতে বেশির ভাগ বেচাকেনা চলছে মুখের মাস্ক ছাড়াই । এছাড়া ও সামাজিক দূরত্ব কোন ভাবেই মানা হচ্ছেনা। হ্যান্ডস্যানিটাইজার বাধ্যতামূলক করা হলেও কতিপয় দোকানে তা নেই বললেই চলে।
এদিকে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা করোনা সংক্রমণের ভয়াবহতা হতে সুরক্ষার পেতে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালালেও কেন মানুষের এত অবহেলা? এমনই প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলের কাছে।
তবে সাধারণ কর্মজীবী মানুষের মতে, পেটের দায়ে আমাদের কাজ করে জীবন-জীবিকা চালাতে হয় সে ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলাটা কঠিন হয় যায়। বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক কাজ কর্ম সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে করা সম্ভব, এ ক্ষেত্রে নিজেদের সচেতন থাকাটাই হল মূল বিষয়। স্বাস্থ্য সচেতনতার বিষয়টি আগের চেয়ে বেশি নজর দেয়া দরকার সংশ্লিষ্টদের, এমনটি ভাবছেন এখনকার সচেতন মানুষ।
.coxsbazartimes.com
Leave a Reply