সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নিয়োগ প্রাপ্ত কর্মকর্মচারীদের যোগদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ৪ বছর পূর্তি, নতুন নিয়োগ প্রাপ্ত কর্মকর্মচারীদের যোগদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (আজ) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনের মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

অনুষ্ঠানে স্থানীয় সংদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক জুয়েনা আজিজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের ৫ জুলাই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। এতে প্রতিষ্ঠার প্রথমদিকে অল্পসংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ হলেও জনবল সংকট বিরাজ করছিল। সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে নতুন করে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888