বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
বিডিনিউজ : সাত মাসের ব্যবধানে সোয়া ৫ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ এ বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে শেষ ১০ লাখ শনাক্ত হয়েছে মাত্র ৬ দিনে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, ২৮ জুন বাংলাদেশ সময় বিকালে সাড়ে ৪টায় বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ১ হাজার ৫২৭ জন।
শনিবার বেলা সাড়ে ১১টায় ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৮৭৮ জনে।
ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যেও শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বজুড়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ লাখ নতুন রোগী মিলল।
সংক্রমণ প্রতিরোধে দেয়া বিধিনিষেধ শিথিলের সঙ্গে পাল্লা দিয়ে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রোগীর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়ার কারণে উপসর্গহীন অনেক আক্রান্তও এখন তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ মানবদেহে ধরা পড়ে।
প্রথম সংক্রমণ ধরা পড়ার পর চার মাসের মাথায় ১ এপ্রিল বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এর পরের সাত সপ্তাহে আরও ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় ২১ মে আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায়। পরের ৫০ লাখ রোগী শনা্ক্ত হয় আরও কম সময়ে, মাত্র পাঁচ সপ্তাহে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, প্রতিবছর বিশ্বে যত লোক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়, সাত মাসে মোটামুটি তার দ্বিগুণ মানুষকে সংক্রমিত করেছে নতুন এ করোনাভাইরাস।
আর কোভিড-১৯ এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে, তা এক বছরে ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর প্রায় সমান।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত নতুন করোনাভাইরাস বিশ্বজুড়ে ৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
শনাক্ত রোগী ১৫ লাখ ছাড়ানো ব্রাজিলে কোভিড-১৯ এ মৃত্যু ৬২ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। শনাক্ত রোগী ও মৃত্যুতে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রেও এখন প্রায় প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলছে।
রোগী সংখ্যায় শুক্রবার ইতালিকে টপকে গেছে মেক্সিকো। পেরু, চিলিতে শনাক্ত রোগীর সংখ্যা কয়েকদিনের মধ্যেই ৩ লাখ ছাড়াতে যাচ্ছে।
লকডাউন শিথিলের পর থেকে ভারতেও নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশটিতে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ হাজারেরও বেশি মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছে।
শনিবার পর্যন্ত ভারতে মোট ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের।
.coxsbazartimes.com
Leave a Reply