বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা সদর হাসপাতালের জন্য ৪০ টি ‘নন রিব্রেথার অক্সিজেন মাস্ক’ (non rebreather Oxygen mask) প্রদান করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার জাহিদুল মোস্তফা।
শুক্রবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের হাতে এসব মাস্ক প্রদান করা হয়েছে।
চিকিৎসকরা জানান, ‘নন রিব্রেথার অক্সিজেন মাস্ক’ একটা হাইফ্লো ক্যানুলার কাছাকাছি কাজ করে এটা দিয়ে অনেক রোগী কে হাইফ্লো নজাল ক্যানুলা কিংবা ভেন্টিলেটর এড়িয়ে চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে এই নন রিব্রেদার অক্সিজেন মাস্ক দিয়ে বিশিষ্ট রাজনিতিবিদ নজরুল ইসলামের হাইফ্লো ক্যানুলা খুলে এই নন রিব্রেদার অক্সিজেন মাস্ক দিয়ে চিকিৎসা চলছে ।
ডাক্তার জাহিদুল মোস্তফা নিজ অর্থে এসব মাস্ক প্রদানের কারণ হিসেবে ফেসবুকে লেখেছেন, আলহামদুলিল্লাহ আমার সল্প সামর্থ্যের মধ্যে, non rebreather Oxygen musk… সেদিন আমার পরিচিত এক ব্যাবসায়ী অসুস্থ হওয়ার পর এই মাস্কটা খুবই তার প্রয়োজন ছিল ১২ লিটার / মিঃ অক্সিজেন দেওয়ার পর ও সেচুরেশন উঠছিল না এমন না যে হাই ফ্লো কেনুলা ও লাগবে পরে এই মাস্কটা কক্সবাজারের কোথাও পাওয়া না যাওয়ায় তাকে চট্রগ্রাম রেফার করতে হয়েছিল ,সেদিন তাকে সাহায্য করতে পারিনি। মানুষের জন্য কিছু করতে পারলে ভাল লাগে।
.coxsbazartimes.com
Leave a Reply