শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিদেশী নাগরিক নিহত (আপডেট) পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলা সহ মহেশখালীর বাহিনীর প্রধান জিয়া ও সহযোগী গ্রেপ্তার নাফনদী থেকে ট্রলার সহ ৬ মাঝি অপহরণ নিয়ে ধুম্রজাল ওপারে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ; এবার আরাকান আর্মির বিপক্ষে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি বিদেশ যেতে ভাইঝিকে অপহরণ, চাচা সহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ এবার রড সিমেন্ট বোঝাই ২ ট্রলার সহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি  টেকনাফে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র সন্ত্রাসী গ্রেপ্তার টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ১

টেকনাফ স্থলবন্দরে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফ স্থল বন্দরে গত জুন মাসে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

শুক্রবার ৩ জুলাই রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরের গত জুন মাসে ২৩২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ কোটি ৫২ লাখ টাকা। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি আদায় হয়েছে। এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার।

এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫ হাজার ২১৩ টি গরু, ৩ হাজার ৩১২টি মহিষ আমদানি করে ৪২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ৪৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকার দেশি পণ্য। তিনি আরো বলেন, জুন মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি বেশি হওয়ায় টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888