শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
বিডিনিউজ : পটিয়ায় দুই মেয়ের লাশের সঙ্গে অচেতন অবস্থায় উদ্ধার মুকুন্দ বড়ুয়াও মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন।
ওসি বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারের পর থেকে আর তার চেতনা ফেরেনি। ফলে তার দুই মেয়ের মৃত্যুর কারণসহ ঘটনার বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও বড়ুয়া পাড়ার মামার বাড়ি থেকে আগের দিন সকালে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়ার (১০) লাশ ও তাদের বাবা মুকুন্দ বড়ুয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, ‘হতাশা থেকে’ দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মুকুন্দও আত্মহত্যার চেষ্টা করেন।
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মুকুন্দ বড়ুয়া জাহাজে চাকরি করতেন। চার বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়ে পটিয়ায় মামার বাড়িতে থাকতেন। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
লকডাউনের পর চাকরি থেকে এসে মুকুন্দও শ্বশুর বাড়িতে উঠেন।
.coxsbazartimes.com
Leave a Reply