শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
বিডিনিউজ : চট্টগ্রাম বন্দরে আসা একটি বিদেশি জাহাজে আগুন লাগার পর পুরোপুরি নির্বাপণ করতে না পেরে বহির্নোঙ্গরে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে থাকা এমভি ইজুমো নামে প্রজেক্ট কার্গোবাহী জাহাজটির হ্যাচে আগুন লেগে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।
তিনি বলেন, বন্দরের নিজস্ব উদ্যোগে জাহাজের আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপরও জাহাজটির হ্যাচ থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়নি।
“সে কারণে চীন থেকে আসা জাহাজটিকে পুনরায় বন্দরের বহির্নোঙ্গরে ফেরত পাঠানো হয়েছে। সেখানে জাহাজের ধোঁয়া পুরোপুরি নির্বাপণ হলে জাহাজটি পণ্য খালাসের জন্য বন্দর জেটিতে ফিরবে।”
এমভি ইজুমো জাহাজটি বুধবার বেলা ১১টার দিকে বন্দর জেটিতে ভেড়ে। ওই জাহাজে স্টিল কয়েল, বিলেটসহ প্রজেক্ট কার্গো রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply