বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
বিডিনিউজ : করোনাভাইরাস মহামারীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিমান আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রতি সপ্তাহে দুবাইতে ৪টা ও আবুধাবিতে ৪টা ফ্লাইট পরিচালনা করা হবে।”
মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে।
বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দোহা ও চীনে ফ্লাইট চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply