বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন মফস্বল এলাকায় সিএনজি, অটোরিকশা চালকরা প্রয়োজনের চেয়ে বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ স্থানীয় যাত্রীদের। করোনাকালীন দ্বিগুন ভাড়া আদায় ভুক্তভোগী যাত্রীদের জন্য ” মরার উপর খাঁড়ার গা” বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
তথ্যানুসন্ধান জানা যায়, হ্নীলা হতে হোয়াইক্যং সিএনজি ভাড়া ৩০ টাকা হলেও এখন আদায় করা হচ্ছে ৬০/৭০ টাকা। একইভাবে হ্নীলা হতে টেকনাফ ৪০ /৫০ টাকা হলেও এখন নেয়া হচ্ছে ১০০ টাকা। একই অবস্থা সীমান্ত উপজেলার বিভিন্ন এলাকায়।
এদিকে সিএনজি ও অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সচেতন মহলের অনেকেই। তাঁদের মতে, নিয়মিত নজরদারী ও নির্ধারিত ভাড়ার তালিকা জনসম্মুখে প্রদর্শন করলেই কোনভাবেই যাত্রীদের পকেট কাটতে পারবেনা অসাধু গাড়ি চালকরা। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগী যাত্রী সহ সাধারণ মানুষ।
.coxsbazartimes.com
Leave a Reply