শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪

কক্সবাজার সদর হাসপাতালে ৪ দিনেও স্বাভাবিক হয়নি চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা সদর হাসপাতালে সিসিইউতে ভর্তি এক রোগির মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর ও আইসিইউ, সিসিইউ সহ হাসপাতালে ভাংচুরের জের ধরে এখনও স্বাভাবিক হয়নি চিকিৎসা সেবা। ঘটনার প্রতিবাদে টানা ৪ দিনের মতো চিকিৎস সেবা বন্ধ করে দেয়া কর্মবিরতিতে রয়েছে চিকিৎসক নার্সসহ সব ধরণের কর্মচারীরা।

তবে হাসপাতালের জরুরি বিভাগ ও আবাসিক ভর্তি রোগিদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান।

তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৯ টায় চিকিৎসক, নার্স, কর্মচারিদের সাথে প্রশাসনিক বৈঠক হয়েছে। এখনও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছে। তবে জরুরি বিভাগ ও ভর্তি রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। বহি:বিভাগ এবং প্রাইভেট চিকিৎসা স্বাভাবিক করতে আলোচনা চলছে। জেলা প্রশাসন, পুলিশের সাথে আলোচনা করে নিরাপত্তা নিশ্চিত করলে চিকিৎসা সেবা শুরু করার কথা বলছেন চিকিৎসক, নার্স সহ অন্যান্যরা।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার সময় সিসিউতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনেরা। এক পর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজিকে মারধর করা হয়। চালানো হয় ভাংচুর।

বুধবার ১১ সেপ্টেম্বর সকাল থেকে চিকিৎসকে মারধর ও লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করেকর্মবিরতি শুরু হয়। এর মধ্যে ৎআহত চিকিৎসক বাদি হয়ে একটি মামলা হয়েছে। ‍ুপলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888