মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে তিন দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১৫ হাজার কৃষকদের প্রণোদনা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অধিনে চলছে এই কার্যক্রম। কার্যক্রমের অধিনে ইতিমধ্যে ৮ হাজার কৃষককে নগদ ৮০ লাখ টাকা সহ ধানের বীজ ও সার প্রদান শেষ করা হয়েছে। অপর ৬৮০০ জন কৃষককে সহায়তা প্রদান শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কক্সবাজার জুন, জুলাই এবং আগস্ট মাসে অতি বৃষ্টিতে বন্যার সৃষ্ট হয়। এতে জেলার ১৫ হাজার কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৮ হাজার কৃষককে প্রতি বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিকাশ বা নগদের মাধ্যমে এক হাজার করে টাকা প্রদান শেষ হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫০০ জন, পেকুয়ায় ২৫০০ জন, মহেশখালীতে ৬০০ জন, ঈদগাঁও তে ৭০০ জন, রামুতে ১০০০ জন, কক্সবাজার সদরে ৭০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্য ৫ হাজার এবং ১৮০০ জনের পৃথক দুইটি তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে ৫ হাজার সবজি চাষীকে ৮ প্রকার উফশী প্রজাতের সবজীর বীজ, ১৮০০ জনকে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম ও ফেলনের বীজ ও সার প্রদান করা হবে। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে এই কার্যক্রম।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানিয়েছেন, প্রণোদনা পেয়ে মাঠের কৃষকদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। কিছুটা হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তা।
.coxsbazartimes.com
Leave a Reply