বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কক্সবাজারে ২টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৯ টি দেশের পুরুষ ও মহিলা ভলিবল দল অংশগ্রহণ করবে। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত ও মালদ্বীপ ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের কলাতলীস্থ হোটেল সী উত্তরার কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
সংবাদ সম্মেলনে তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগামী ৮-১৫ সেপ্টেম্বর পর্যন্ত অলিম্পিক গেমস ২০২৪ এর জোনাল বাছাই পর্ব – “Bangabandhu AVC Beach Continental Cup Phase 1 (Men’s & Women’s) 2023” এবং “Bangabandhu CAVA Beach Volleyball (Men’s & Women’s ) 2023” সহ মোট ২টি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা কক্সবাজারে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। এবং ১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এছাড়াও ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ১৩-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বী, ট্যাকনিকেল ডেলিগেট শ্রী নিবাস, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন।
.coxsbazartimes.com
Leave a Reply