রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। এ বোর মৌসুমে এক একর জমি বর্গা নিয়ে চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলও বেশ ভালো হয়েছে। কদিন আগেই সকল ধান কাটার সময় আসলে শ্রমিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছিল না।
এই সংবাদ পেয়ে বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছেন উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর নেতৃত্বে যুবলীড়গ কর্মীরা। বৃহস্পতিবার সকালে অর্ধশতাধিক যুবলীগের নেতা কর্মীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর ধান কাটতে যান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করে মাঠের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।
চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর এমন উদ্যোগে খুশি মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। তিনি বলেন, আমি শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। এটা নিয়ে চিন্তিত ছিলাম। যুবলীগ তা করে আমাকে চিন্তামুক্ত করলো।
উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষকের পাশে থাকার। এ পরিস্তিতি একজন বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছে যুবলীগ।
.coxsbazartimes.com
Leave a Reply