মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা কমিউনিটি নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ও কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
গ্রেপ্তাররা হল, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে সামসু আলম (৪৬) এবং কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন ওরফে মো. ছৈয়দের ছেলে আব্দুল (২৬)।
গত ১৪ ডিসেম্বর সকালে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে কতিপয় দুষ্কৃতিকারিরা কুপিয়ে খুন করে স্থানীয় কমিউনিটি নেতা আবুল কালামকে। এ ঘটনায় ওইদিন রাতের নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের উপ-সর্দার (কমিউনিটি নেতা) ছিলেন।
পুলিশ সুপার নাইমুল বলেন, শুক্রবার ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট ও কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত আসামিরা অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল পৃথক অভিযান চালায়। এতে আসামিদের সন্দেহজনক বসত ঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর পুলিশ সুপার।
.coxsbazartimes.com
Leave a Reply