শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে মেরিন ড্রাইভের পাশে অবিষ্ফোরিত ‘হ্যান্ড গ্রেনেড’ ঘিরে রেখেছে পুলিশ মহেশখালীর আব্দুর রশিদ হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার ১

রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দার হত্যায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা কমিউনিটি নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ও কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

গ্রেপ্তাররা হল, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে সামসু আলম (৪৬) এবং কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন ওরফে মো. ছৈয়দের ছেলে আব্দুল (২৬)।

গত ১৪ ডিসেম্বর সকালে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে কতিপয় দুষ্কৃতিকারিরা কুপিয়ে খুন করে স্থানীয় কমিউনিটি নেতা আবুল কালামকে। এ ঘটনায় ওইদিন রাতের নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের উপ-সর্দার (কমিউনিটি নেতা) ছিলেন।

পুলিশ সুপার নাইমুল বলেন, শুক্রবার ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট ও কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভূক্ত আসামিরা অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল পৃথক অভিযান চালায়। এতে আসামিদের সন্দেহজনক বসত ঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888