সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, লাপাত্তা দুজনই

প্রথম আলো : কক্সবাজার শহরের বায়তুশশরফ জব্বারিয়া এতিমখানার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল রফিকুল ইসলাম (১২)। রফিকুলের বড় ভাই আলাউদ্দিনের (২২) বিরুদ্ধে মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় জারি হয়েছিল। তবে রফিকুলকে আলাউদ্দিন সাজিয়ে আদালতে দাঁড় করানো হয়। উচ্চ আদালত আট সপ্তাহের আগাম জামিন দেন। এর পর থেকে রফিকুল, আলাউদ্দিন ও তাঁদের পরিবারের সবাই আত্মগোপনে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানবপাচার মামলা করেন চট্টগ্রামের লোহাগাড়ার উজানটিয়ার বাসিন্দা নুরুল ইসলাম। আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ারা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী জি এম জাহিদ হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের বদলে তাঁর ছোট ভাই রফিকুলকে দাঁড় করানো হয়। আদালত ১২ বছর বয়সী শিশু রফিকুলকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই সংবাদের ছবিতে দেখা যায়, আদালত প্রাঙ্গণে আইনজীবীর সঙ্গে আলাউদ্দিনের জায়গায় রফিকুল ইসলাম ও তার মা রাজিয়া বেগম দাঁড়িয়ে আছেন। ২২ বছরের তরুণ আলাউদ্দিনের জায়গায় ১২ বছরের শিশু রফিকুলের ছবি দেখে রামুর বাসিন্দারা অবাক হন। এরপর বিষয়টি নিয়ে পুলিশ তৎপর হলে আলাউদ্দিন উধাও হন। সঙ্গে রফিকুল, মা রাজিয়া বেগমসহ পরিবারের সবাই আত্মগোপন করেন।

রামু থানা–পুলিশ জানায়, দেড় বছর ধরে পুলিশ আলাউদ্দিন ও রফিকুলকে খুঁজছে। ২০১৯ সালে ২২ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হয়। কিন্তু গ্রেপ্তারের ভয়ে দুই ভাইয়ের কেউই আদালতের হাজিরা দিচ্ছেন না।

আইনজীবী জি এম জাহিদ হোসেন বলেন, বর্তমানে ওই মামলার ছয় আসামির মধ্যে একজন নরসিংদীর কারাগারে বন্দী আছেন। অপর চারজন জামিনে মুক্ত আছেন। ৬ নম্বর আসামি আলাউদ্দিন পলাতক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ জুন আলাউদ্দিনসহ অন্য আসামিরা মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মামলার বাদী নুরুল ইসলামকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারের দরিয়ানগর উপকূলে নিয়ে যান। সেখান থেকে নুরুল ইসলাম ও একই এলাকার হেলালউদ্দিনকে ট্রলারের মাধ্যমে জাহাজে তুলে দেওয়া হয়। কয়েক দিন পর জাহাজটি থাইল্যান্ড উপকূলে তাঁদের নামিয়ে দেয়। সেখানকার দালালেরা তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এরপর ওই দুজনকে মালয়েশিয়ায় দালালের হাতে তুলে দেওয়া হয়।

২০১৭ সালের জুন মাসে মালয়েশিয়া পুলিশ অবৈধ অভিবাসী হিসেবে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এক বছর কারাভোগের পর বাংলাদেশ সরকার ২০১৮ সালের অক্টোবর মাসে নুরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনে। এরপর ২৯ অক্টোবর আলাউদ্দিনসহ ছয় আসামির বিরুদ্ধে মানবপাচার মামলা করেন নুরুল ইসলাম।

গত ২৯ নভেম্বর রামুতে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা বলেন, ঘটনার পরপরই আলাউদ্দিন নিজের জমি আবুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে চলে গেছেন।

মায়ের সঙ্গে রফিকুল
মায়ের সঙ্গে রফিকুল

এদিকে ২০১৯ সালের ২৭ নভেম্বর কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম আলাউদ্দিনের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, পত্রপত্রিকায় আলাউদ্দিনের যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি আলাউদ্দিনের ছোট ভাই রফিকুল ইসলামের।

মামলার বাদী নুরুল ইসলাম বলেন, আলাউদ্দিন তাঁর ছোট ভাই রফিকুলকে দিয়ে ‘আয়নাবাজি’ (একটি ঢাকাই সিনেমা, যার কাহিনি গড়ে উঠেছে একজনের জায়গায় আরেকজনের সাজাভোগকে কেন্দ্র করে) করেছেন। গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে মিথ্যা তথ্য দিয়ে আলাউদ্দিন পরিচয়ধারী রফিকুল ইসলাম আরও একটি রিট করেছেন।

আলাউদ্দিনের পক্ষে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বিষয়ে জানতে চাইলে শিশির মনির বলেন, ‘আলাউদ্দিন মানবপাচার মামলার পলাতক আসামি কি না, সেটি জানি না। সুনির্দিষ্টভাবে বলতে হলে ফাইল দেখতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888