শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : অপহৃত জেলেদের উদ্ধার অভিযানে ব্যারের ধাওয়া খেয়ে সোনাদিয়া দ্বীপে ৫০ জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যূরা। এসময় অস্ত্র সহ ২ জলদস্যূকে আটক করা হয়েছে।
ব্যার জানিয়েছে, গত ৬ আগস্ট কক্সবাজারের টেকনাফের শামলাপুরের পশ্চিমে গভীর সমুদ্রে জলদস্যুরা ৫০ জন জেলেসহ ১৫/২০টি মাছ ধরার ট্রলার তাদের আরোহণকৃত মাছ ও জালসহ আটকে রেখে তাদের পরিবারের কাছে ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। জেলেদের পরিবার কর্তৃক মুক্তিপণ দিতে ব্যর্থ হলে জলদস্যুরা তাদের মারধরসহ অমানবিক অত্যাচার করে মেলে ফেলার হুমকি দেয়। এরই সূত্রে ধরে ৮ আগস্ট ব্যার ১৫ এর একটি দল অপহৃত জেলেদের উদ্ধার ও জলদস্যুদের আটক করার জন্য অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে ব্যার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জলদস্যুরা অপহৃত জেলেসহ মহেশখালীর সোনাদিয়া উপকুলে অবস্থান করছে। রোববার গভীর রাতে ব্যার জলদস্যূদের ধাওয়া করলে অপহৃত ৫০ জেলেকে ছেড়ে দেয়া হয়। এরপর জলদস্যুরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাদের মধ্যে ২ জনকে জলদস্যুকে কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে আটক করা হয়েছে।
আটকরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং চেইন্দারপাড়ার নাজের হোসেনের ছেলে মো. রাশেদ ও একই এলাকার আবু তৈয়বের ছেলে মোঃ মিজান। এসময় ৩টি দেশিয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক জলদস্যুদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply