শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

কক্সবাজারে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণের হার উর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭ জন।

যা গত এক মাসের গড় প্রতিদিনের হারের চাইতে বেশী। এতে গড়ে প্রতিদিন আক্রান্ততের ছিল ৭ শতাংশের কম।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার কক্সবাজার জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার কক্সবাজার জেলার ৮ উপজেলার পাশাপাশি ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা থেকে মোট ৩৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৩৬৯ জনের করোনা নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

“ নতুন আক্রান্ত ৭ জনের সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এদের ৪ কক্সবাজার সদর উপজেলা এবং ৩ মহেশখালী উপজেলার বাসিন্দা। ”

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৫৮ জনে এবং এদের মধ্যে ৪৪০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান ডা. অনুপম।

জেলা সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। এদের মধ্যে ৭৩ জন স্থানীয় বাসিন্দা এবং অন্য ৯ জন রোহিঙ্গা নাগরিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888