শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফ স্থল বন্দরে গত জানুয়ারি মাসে ৮কোটি ২৯লাখ৭৪হাজার১৫৬টাকা রাজস্ব আদায় হয়েছে।যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬কোটি৩১লাখ৭৪হাজার১৫৬টাকার রাজস্ব অর্জিত হয়নি।
৩ফেব্রুয়ারি বুধবার বিকেলে রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য্য।তিনি বলেন,২০২০-২১অর্থ বছরের গত জানুয়ারি মাসে১৬১টি বিল অব এন্ট্রির মাধ্যমে৮কোটি ২৯লাখ৭৪হাজার১৫৬ টাকা রাজস্ব আদায় হয়েছে।গত জানুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়১৯কোটি৮লাখ টাকা।যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬কোটি ৩১লাখ৭৪হাজার১৫৬টাকার রাজস্ব অর্জিত হয়নি।এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে১৭কোটি৭৪লাখ৩৪হাজার৪৮৮টাকার।
এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫হাজার৫৯১টি গরু,২১৯টি মহিষ আমদানি করে২৯লাখ ৫হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ৪৪টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে২কোটি৩০লাখ৩১হাজার৭২৪টাকার দেশি পণ্য।
তিনি আরো বলেন,গত জানুয়ারি মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় টার্গেটের চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply