টেকনাফ প্রতিবেদক : মিয়ানমার থেকে চোরাইপথে আসা মালিক বিহীন বাছুরসহ ১৭টি মহিষ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে জব্দ করেছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে সদর ইউনিয়নের পল্লান পাড়া সীমান্ত চৌকির প্রস্তাবিত এলাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগের শুল্ক কর্মকর্তা মো সোহেল উদ্দিন।
তিনি জানান, গত শনিবার ১২এপ্রিল রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ এলাকা থেকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশ চোরাই পথে আনা মালিক বিহীন পাঁচটি বাছুরসহ ১৭টি মহিষ ৬৪ বিজিবির টহল দলের সদস্যরা জব্দ করেছেন। পরে এ মহিষগুলোর কোন ধরনের মালিক খুঁজে না পেয়ে টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগে জমা করা হয়েছে।
টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগ গুদাম কর্মকর্তা মাসুদ আলম বলেন, গত রোববার টেকনাফ পল্লানপাড়া প্রস্তাবিত সীমান্ত চৌকির এলাকায় পাঁচটি বাছুরসহ ১৭টি মহিষের নিলামের ডাক দেওয়া হয়।
বিজিবি কর্তৃক জব্দকৃত মহিষের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৫ লাখ ৯০হাজার টাকা। পরে কাস্টমস কর্তৃপক্ষ ছোট-বড় মহিষগুলোর বাজারদর মিলিয়ে ১৭লাখ ৭০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে নিলামের ডাক দেওয়া হয়। নিলামে ৭৪জন অংশগ্রহণ করলেও ভালো দাম না উঠার কারণে তা বাতিল করা হয়। পরেরদিন গতকাল সোমবার দুপুরের একই এলাকায় খোলা বাজারে নিলামের ডাক দেওয়া হলে এতে ৯৫জন লোক অংশগ্রহণ করে। কিন্তু কাস্টমসের বাজারদর নিলাম অনুযায়ী সর্বোচ্চ ডাককারি মেসার্স সাহেব এণ্টারপ্রাইজ-৯ লাখ টাকা ও ২৫% আয়কর এবং ভ্যাটসহ ১১লাখ ২৫হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে। এই নিলামে দ্বিতীয় স্থানে ছিল মেসার্স নাহিদ ট্রেডাস ৮ লাখ ৯৫হাজার ও তৃতীয় স্থানে ছিল মেসার্স আরেফিন ট্রেডিং- ৮লাখ ৯৪হাজার।
মেসার্স সাহেব এণ্টারপ্রাইজের প্রোপাইটার মাহবুব আলম বলেন, খোলা বাজারে ১৭টি মহিষের ডাক দেওয়া হয়। এরমধ্যে পাঁচটি বাছুর রয়েছে। ১২টি মাঝারি আকারে মহিষ। আয় কর ও ভ্যাটসহ ১১ লাখ ২৫ হাজার টাকায় সর্বোচ্চ দামে ক্রয় করা হয়েছে।
টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগের শুল্ক কর্মকর্তা মো সোহেল উদ্দিন বলেন, বাছুরসহ ১৭টি মহিষ সর্বোচ্চ নিলাম ডাককারি ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মহেশখালী প্রতিবেদক : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের ধানক্ষেতে পিটিয়ে হত্যার শিকার মোহাম্মদ আব্দুর…
নিজস্ব প্রতিবেদক : চোরাকারবারী ও মানবপাচারকারীদের নোট নেওয়া হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে ছন আনতে গিয়ে আবারও মোহাম্মদ দেলোয়ার (২৫) নামে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নিখোঁজের ১০ দিন পর একটি ইজিবাইক চালকের মরদেহ পাহাড় থেকে উদ্ধার…
মহেশখালী প্রতিবেদক : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় মোহাম্মদ রশিদ (৫০) নামে এক…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫২১টি…