নিজস্ব প্রতিবেদক : টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারি চক্রের একটি আস্তানা থেকে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনায় থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এর আগে টানা দুইদিনের অভিযানে পুলিশ বন্ধুত্বের ফাঁদে অপহৃত দুই জনকে উদ্ধার করার তথ্য জানিয়েছিলেন। ওই সময় মুক্তিপণের টাকা সহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে।
এর পরেই নৌবাহিনীর নেতৃত্ব যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন উদ্ধারের তথ্য জানান ওসি।
ওসি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে এঅভিযান চালানো হয়। আলী খালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করে, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…
নিজস্ব প্রতিবেদক : 'জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাঈদের মত…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে।…