দুই বছর বন্ধুত্বের ফাঁদে অপহৃত দুই জন উদ্ধার : মুক্তিপণের টাকা সহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : বগুড়া জেলার সোনাতলা উপজেলার হলিদাবাগ এলাকার আবদুল হামিদের ছেলে মো. সবুজ মামুন (৩০) এর সাথে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবদুল আমিন নামের তরুণের সাথে বন্ধুত্ব টানা ২ বছরের। যে বন্ধুত্বের জের ধরে একে-অপরের বাড়িতে বেড়াতে যাওয়া-আসাও করতেন। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি আবদুল আমিনের আমন্ত্রণে মো. সবুজ মামুন এবং তাঁর ভাইপো মেহেদী হাসান টিটু (৩০) কে সাথে নিয়ে বেড়াতে এসেছিলেন। কিন্তু ওই বেড়াতে আসার পর বন্ধু আবদুল আমিন দুই জনকে জিন্মি করে তুলে দেন রোহিঙ্গা অপহরণ চক্রের সদস্যদের হাতে। এরপর দুই জনকে নির্মম নির্যাতন চালিয়ে ভিডিও পাঠিয়ে মো. সবুজ মামুনের স্ত্রীর কাছে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। দাবি করা মুক্তিপণের জন্য বিকাশ ও নগদের মাধ্যমে পাঠানো হয় ১ লাখ ২৫ হাজার টাকাও। এরপরও বন্ধুত্বে ফাঁদে অপহৃত দুইজনের মুক্তি মিলেনি।

চলচ্চিত্রের গল্পের মতো অপহৃত দুইজনকে টানা ২ দিনের অভিযানে উদ্ধারের পর মঙ্গলবার বিকালে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহার করে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অপহৃত দুইজনকে। একই সময় অপহরণে জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মুক্তিপণে পরিশোধিত টাকাও।

ওসি জানিয়েছেন, বন্ধুত্বের ফাঁদে অপহরণে সহায়তাকারি আবদুল আমিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অপহরণকারি একটি পুরো চক্রকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।

উদ্ধার হওয়া অপহৃত মো. সবুজ মামুন ছাড়া তাঁর ভাইপো মেহেদী হাসান টিটু (৩০) বগুড়ার জেলার খান্দা ভিআইপি রোডের মৃত আহমদ আলী শেখের ছেলে।

গ্রেপ্তাররা হলেন, হ্নীলা ইউনিয়নের মৌলবীবাজার এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে খোরশেদ আলম (৩৫), হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০) ও মৌলভী বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (১৯)।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২ মার্চ মামুনের বোন সুলতানা বেগম থানায় অপহরণ, মুক্তিপণ আদায় বিষয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন। এটি মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে মোঃ.সবুজ প্রকাশ মামুন ও মেহেদী হাসান টিটু দুই জন মিলে হ্নীলার আবদুল আমিনের বাড়িতে বেড়াতে এসে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মুলত আবদুল আমিনের বাড়িতে আসার পর রাতে পূর্ব পরিকল্পিতভাবে রোহিঙ্গা অপহরণকারী চক্রের হাতে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, এর পর মামুনের স্ত্রীর মোবাইল ফোনে পাঠিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং বিকাশ ও নগদ এ্যাকাউন্টে প্রেরিত মুক্তিপণের ১ লাখ ২৫ হাজার টাকার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় অপহৃতদের।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ওসি বলেন, গ্রেপ্তাররা কৌশলে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রের সদস্যদের প্রদান করেন। এতে অনেকের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের জাহাজপুরা এলাকা মেরিন ড্রাইভে ‘মুক্তিপণের দাবিতে’ গাড়ীসহ ইজিবাইক চালক মোহাম্মদ ফারুক ( ১৬ ) কে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ফারুক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইক চালক।

ভূক্তভোগী ব্যক্তির স্বজনদের বরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক জানিয়েছেন, টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজপুরা এলাকায় পৌঁছলে ৩/৪ জন অজ্ঞাত দূর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়ীসহ তাকে জিন্মি করে তুলে নিয়ে যায়। রাতে বাড়ীতে না ফেরায় স্বজনরা মো. ফারুককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

nupa alam

Recent Posts

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

1 day ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

1 day ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

3 days ago

কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : 'জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাঈদের মত…

4 days ago

সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে।…

4 days ago