মাতামুহুরী নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে ইজিবাইক চালক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

নিহত মোহাম্মদ মজিব (১৭) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক এবং তার বাবা দুবাই প্রবাসী।

স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, মঙ্গলবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের সৈকত পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। নিহতের শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা শ্বাসরোধ হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। “

ওসি বলেন, “ ঘটনাস্থলের পাশে নদীর তীরবর্তী রাস্তায় একটি চালক বিহীন টমটম ( ইজিবাইক ) পাওয়া গেছে। আর গাড়ীটির ব্যাটারি খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা। “

তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, সিরাজুল মোস্তফা।

নিহতের ভাই আব্দুল আজিজ বলেন, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তার ভাই মজিবের সাথে মোবাইল ফোন সর্বশেষ কথা হয়েছিল। ওই সময় সে গাড়ী চালাচ্ছিল এবং পরে আলাপ করবে বলে জানিয়েছিল। পরে দীর্ঘ সময় পরেও সে যোগাযোগ না করায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

সংঘবদ্ধ চোর চক্রের কতিপয় সদস্য কিছুদিন আগে মজিবের গাড়ীটি চুরি করে লাশ গুম করার হুমকি দেওয়ার তথ্য দিয়ে তিনি জানান, “ ধারণা করছেন, হুমকি দেওয়া সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। “

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি সিরাজুল মোস্তফা।

nupa alam

Recent Posts

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

1 day ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

1 day ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

3 days ago

কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : 'জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাঈদের মত…

3 days ago

সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে।…

3 days ago