আগে সংসদ নাকি স্থানীয় নির্বাচন ওই বির্তক রাজনৈতিক দলের ; আমরা যেতে চাই না : প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সকলকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রবিবার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে’ অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন।

‘বর্তমান প্রশাসনে যারা আছে তারা ৯১, ৯৬ ও ২০০১ এর নির্বাচন করেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কোন অন্যায় চাপ দেবে না, কোন অন্যায় সিদ্ধান্ত দেবে না।’

তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং এতে সাথে থাকারও প্রতিশ্রুতি দেন।

‘আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন- রাজনৈতিক দলগুলোর এমন বিতর্কের মধ্যে কোন পথে এগোচ্ছে নির্বাচন কমিশন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

‘রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। ১৬ লক্ষ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার দু’টো ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে ।’

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০ টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করো জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

nupa alam

Recent Posts

টেকনাফে নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নিখোঁজের ১০ দিন পর একটি ইজিবাইক চালকের মরদেহ পাহাড় থেকে উদ্ধার…

18 hours ago

মহেশখালীকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মহেশখালী প্রতিবেদক : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় মোহাম্মদ রশিদ (৫০) নামে এক…

18 hours ago

টেকনাফের সাগরে আরও ৫২১টি কাছিমের ছানা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫২১টি…

19 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের…

19 hours ago

টেকনাফের পাহাড়ে আবারও অপহরণ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে আবারও এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠি। সোমবার সকাল ৭…

21 hours ago

সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দেয়া নুরুল আবছার রামুতে আটক

রামু প্রতিবেদক : বিগত সরকারের সময়ে মানবতাবিরোধী মামলায় দন্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী…

5 days ago