নবায়নযোগ্য শক্তি অর্জনে সংস্কারের দাবিতে কক্সবাজারে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি অর্জনের জন্য শক্তি নীতি সংস্কারের দাবিতে কক্সবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংশপ্তক-এর নেতৃত্বে এবং CLEAN ও BWGED-এর সহযোগিতায় রবিবার কক্সবাজার পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মফিজুল আলম, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, কক্সবাজারের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, সংশপ্তক এর পরিচালক অগ্রদূত দাশ গুপ্ত, পরিবেশ কর্মী রতন দাশ,
রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সভাপতি মং ব্ল্যা রাখাইন, আদিবাসী পরিষদ নেত্রী মা টিন টিন রাখাইন, ওয়াইসিএন সভাপতি মোঃ মুসা, স্টুডেন্ট প্লাটফর্ম সাধারণ সম্পাদক রিচি মনি, শেখ আহমদ, রামু সরকারি কলেজ শিক্ষার্থী শাহরিয়ার আমিন, মোঃ ফয়েজ ও শিক্ষার্থী আসিফ করিম প্রমুখ।

সমাবেশে বলা হয়, এই আন্দোলনটি জনগণ, নীতিনির্ধারক এবং শিল্প নেতাদের একত্রিত করছে যাতে দেশের শক্তি নীতিতে অপরিহার্য পরিবর্তনগুলি ত্বরান্বিত করা যায় এবং টেকসই শক্তিতে রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা মানববন্ধন গঠন করেন, ব্যানার ও প্লে কার্ড উত্তোলন করেন এবং স্লোগান দিয়ে প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন, যেমন: পুরোনো অবকাঠামো, অসম্পূর্ণ নীতিমালা এবং নবায়নযোগ্য শক্তিতে অপর্যাপ্ত বিনিয়োগ। বাংলাদেশ নবায়নযোগ্য শক্তিতে তার যাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে।

সমাবেশে বক্তাগণ সূদীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, অপ্রতুল আর্থিক তহবিল, পুরোনো অবকাঠামো এবং অসম্পূর্ণ নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে দাবী করেন। এসব সমস্যার সাথে আরও বাড়ছে, বর্তমান ট্যারিফ কাঠামোও নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার ফলে সেগুলি সফল হতে পারছে না।

সমাবেশে শুধুমাত্র এসব প্রতিবন্ধকতাগুলির ওপর আলোচিত হয়নি, বরং নবায়নযোগ্য শক্তিকে সর্বজনীনভাবে উপলব্ধ এবং অর্থনৈতিকভাবে লাভজনক করতে নির্দিষ্ট, বাস্তব সমাধানও প্রস্তাব করা হয়। নবায়নযোগ্য প্রকল্প অনুমোদনের জন্য একটি কেন্দ্রীকৃত অনুমোদন ব্যবস্থা প্রতিষ্ঠা, যা প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রকল্পের সময়সীমা দ্রুত করবে। স্মার্ট গ্রিডের ব্যবহার এবং নেট এনার্জি মিটারিং (NEM) প্রযুক্তি গ্রহণের পক্ষে, যা জাতীয় শক্তির কাঠামোকে আধুনিক করবে এবং সোলার ও উইন্ড শক্তিকে গ্রিডে নির্বিঘ্নে অন্তর্ভুক্ত করবে।

সমাবেশ ও মানববন্ধনে দাবি করা হয় যে জাতীয় শক্তি বাজেটের অন্তত ২০% নবায়নযোগ্য প্রকল্পে বরাদ্দ করা হোক এবং স্থানীয় ব্যাংকগুলোকে তাদের শক্তি-সম্পর্কিত অর্থায়নের ২৫% সবুজ উদ্যোগে বরাদ্দ করার জন্য উৎসাহিত করা হোক।নবায়নযোগ্য প্রযুক্তির আমদানি শুল্ক কমানোর এবং “বিদ্যুৎ নেই, বিলও নেই” নীতির মাধ্যমে গ্রাহক-বান্ধব বিলিং নিশ্চিত করার দাবি জানান।

বিদ্যমান ট্যারিফ কাঠামো পর্যালোচনার করে ন্যায্য এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ মডেল প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর, যা নবায়নযোগ্য খাতের দ্রুত বৃদ্ধি ঘটাতে সহায়ক হবে বলে দাবী করা হয়।

nupa alam

Recent Posts

বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ টি মাছ ধরার…

2 days ago

টেকনাফে ৭৫০ কেজি কাঁকড়া নিলামে বিক্রি

টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…

3 days ago

সমুদ্র সৈকতে ‘বিশ্ব হাঁটা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…

3 days ago

নাফনদীর মোহনা থেকে দুই লাখ ইয়াবা সহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…

3 days ago

টেকনাফে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…

4 days ago

ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…

5 days ago