টেকনাফে বিএনপির মামলায় ৩ ব্যবসায়ী আসামি : প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে সম্প্রতি দায়ের করার বিএনপির একটি মামলায় ব্যবসায়ীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় টেকনাফ স্থলবন্দরের সামনে এবং দুপুর দুইটায় টেকনাফ বাস স্ট্যান্ড এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন ও সমাবেশ করেছে।

টেকনাফ স্থলবন্দরের কর্মসূচি পালন করেছে টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ীদের সংগঠণ টেকনাফ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি ও রপ্তানী কারক। আর বাস স্ট্যান্ড এলাকার কর্মসূচিটি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ী। এতে আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন ।

পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১০ ফেব্রুয়ারি টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবলীগের আলোচিত নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হকের ভাই সাবেক কাউন্সিলর ও টেকনাফ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেসামুল হক বাহাদুর, ব্যবসায়ী নুরু কায়েস ও মো. আব্দুল আজিজ কে আসামি করা হয়েছে। এটি খুবই নিন্দনীয়। এটি একটি রাজনৈতিক মামলা এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনা হলে টেকনাফ থানার থানা ঘেরাও করা হবে।

বক্তারা অবিলম্বে মামলা থেকে এই তিন ব্যবসায়ীকে অব্যাহতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থল বন্দরের কর্মসূচিতে বক্তব্য রাখেন, সি এন্ড এফ প্রতিনিধি ও আমদানীকারক মো: কাদের, আবু সিদ্দিক, সামির কায়সার, সুহেল, ববি, মেহেদি, সাইদুল প্রমুখ।

স্টেশনে কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রুবায়েত হাসান, রবিউল হাসান মামুন, ইয়াছিন আরফাত প্রমুখ।

গত ১০ ফেব্রুয়ারি টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা পুলিশের তালিকাভূক্ত ‘অপহরণ চক্রের প্রধান’ হিসেবে পরিচিতি পাওয়া শাহ আলম বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিগত ২০১৮ সালের ২২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকালিন সময় টেকনাফের রঙ্গীখালিস্থ গাজিপাড়ায় ধানের শীর্ষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর ও মারধরে আহত করার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে ৪৭ জনের উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

মামলার বাদী এজাহারে নিজের রাজনৈতিক পরিচয়ে বলেছেন, তিনি ২০১৮ সালে টেকনাফ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক।

nupa alam

Recent Posts

বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ টি মাছ ধরার…

2 days ago

টেকনাফে ৭৫০ কেজি কাঁকড়া নিলামে বিক্রি

টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…

3 days ago

সমুদ্র সৈকতে ‘বিশ্ব হাঁটা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…

3 days ago

নাফনদীর মোহনা থেকে দুই লাখ ইয়াবা সহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…

3 days ago

টেকনাফে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…

4 days ago

ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…

5 days ago