নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর কক্সবাজার জেলা শহরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি। আগামীকাল সোমবার শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রিয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মি ছাড়াও জেলার সর্বস্তরের লক্ষাধিক জনগণের অংগ্রহণে সমাবেশটি মহাসমাবেশে রূপ নেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সমাবেশ সফল করতে দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে জেলার ১৪ টি সাংগঠনিক ইউনিট ৭৯১টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতি সভা করেছে। সমাবেশে যোগ দিতে মুখিয়ে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বক্তব্য রাখেন।
টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…
নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…
টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন,…