চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় পৃথকস্থানে পথচারী দুই বৃদ্ধ নিহত হয়েছে।
শুক্রবার সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এবং এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।
নিহতরা হলেন, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা জাকির আহমদ (৬০) এবং বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।
স্থানীয়দের বরাতে মনজুর কাদের ভুঁইয়া বলেন, সকাল ১০ টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় জাকির আহমদ রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল ১১ টার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক মোটর সাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মনজুর কাদের বলেন, সকালে বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় ফকির মোহাম্মদ নিজের ফসলি জমিতে চাষ দিতে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার ব্যাপারে কোন ধরণের অভিযোগ না জানানোয় লাশ স্ব স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…
নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…
টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…