‘পেটে ইয়াবা’ নিয়ে কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক, ঢাকায় আটক একজনের স্বামী

নিজস্ব প্রতিবেদক : ‘পেটে ইয়াবা বহন’ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী।

আটক নারীদের কাছ উদ্ধার হয়েছে ৪ হাজার ইয়াবা।

বুধবার সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২ ) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হয়েছে।

দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমান যোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে। “

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।

“ আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়। দুপুর ২ টা পর্যন্ত ১ হাজার ৭০০ টির বেশী ইয়াবা বের করতে সক্ষম হন। বাকি ইয়াবাগুলোও বের করার প্রক্রিয়া চলছে। “

এদিকে আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান, এ কে এম দিদারুল আলম।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

nupa alam

Recent Posts

ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়েছে। বুধবার…

9 hours ago

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

টেকনাফ প্রতিবেদক : বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে…

9 hours ago

টেকনাফে মেরিন ড্রাইভের পাশে অবিষ্ফোরিত ‘হ্যান্ড গ্রেনেড’ ঘিরে রেখেছে পুলিশ

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের একটি খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড…

10 hours ago

মহেশখালীর আব্দুর রশিদ হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার ১

মহেশখালী প্রতিবেদক : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের ধানক্ষেতে পিটিয়ে হত্যার শিকার মোহাম্মদ আব্দুর…

1 day ago

টেকনাফে বাছুরসহ ১৭টি মহিষ নিলামে বিক্রয় হলো ১১লাখ ২৫ হাজার টাকায়

টেকনাফ প্রতিবেদক : মিয়ানমার থেকে চোরাইপথে আসা মালিক বিহীন বাছুরসহ ১৭টি মহিষ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং…

1 day ago

চোরাকারবারী ও মানব পাচারকারীদের নোট নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক : চোরাকারবারী ও মানবপাচারকারীদের নোট নেওয়া হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব…

1 day ago