নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ভবন নির্মাণে ঢালাইয়ের কাজে ব্যবহৃত পিলারের কাভার বক্স চাপায় এক শ্রমিক নিহত।
মঙ্গলবার দুপু্রে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত জকির আহমেদ (৩২) একই এলাকার বাঁচা মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশন থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে জকির আহমেদ সহ আরও ২/৩ জন শ্রমিক কিছু নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের বহনকারি গাড়ীটি হোয়াব্রাং রাস্তার মাথা থেকে আলী আকবর পাড়া রাস্তার দিকে মোড় নেওয়ার খুবই ঝাঁকুনি দিচ্ছিল। এসময় ভিতর থেকে মাথা বের করে গাড়ীর ছাদে রাখা মালামাল দেখছিলেন।
“ এক পর্যায়ে গাড়ীর ছাদ থেকে ভবন নির্মাণকাজে ব্যবহৃত পিলারের কভার বক্স জকির আহমেদের মাথার উপর পড়ে। এতে তিনি পিলারের কভার বক্স চাপায় নিচে পড়ে যান। ঘটনায় তিনি আহত হলে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা উদ্ধার করে হ্নীলা স্টেশনস্থ হেলথ কেয়ার স্টেশনে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জকির আহমেদকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
ঘটনায় কারও বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…
নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…
টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…