নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর তীর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার আদমের জোড়া নামক খালের নাফ নদীর তীর সংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানিয়েছেন, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া নামক খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। মাদক কারবারিদের সম্ভাব্য গতিবিধি বিশ্লেষণ করে বিজিবির দুটি বিশেষ টহল দল জোরদার করা হয়। নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর এবং নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে পৃথক দুইটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেন। আনুমানিক ভোর রাত ৩ টার দিকে সন্দেহ ৪/৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচারকালে, আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা জলাভূমি ও জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দীর্ঘ সময় তল্লাশী শেষে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) ব্যাগ ও বস্তার ভিতরে ৪লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার চালানটি ব্যাটালিয়ানের সদর দপ্তরের জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : মিয়ানমারে থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ…
নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত ও শংকামুক্ত জীবন আমাদের সবার কাম্য’ প্রতিপাদ্যে কক্সবাজারে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা…
টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে তারুণ্যের…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।…