নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর তীর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার আদমের জোড়া নামক খালের নাফ নদীর তীর সংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানিয়েছেন, নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া নামক খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। মাদক কারবারিদের সম্ভাব্য গতিবিধি বিশ্লেষণ করে বিজিবির দুটি বিশেষ টহল দল জোরদার করা হয়। নাফ নদীতে অজ্ঞাত পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে ব্যাটালিয়ন সদর এবং নোয়াপাড়া বিশেষ ক্যাম্প থেকে পৃথক দুইটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেন। আনুমানিক ভোর রাত ৩ টার দিকে সন্দেহ ৪/৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে মাদক পাচারকালে, আগে থেকেই ওঁত পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা জলাভূমি ও জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দীর্ঘ সময় তল্লাশী শেষে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া ও কর্দমাক্ত স্থানে পুঁতে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) ব্যাগ ও বস্তার ভিতরে ৪লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার চালানটি ব্যাটালিয়ানের সদর দপ্তরের জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কিশোর নিহত এবং তিনজন আহত হয়েছে। বুধবার…
টেকনাফ প্রতিবেদক : বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের একটি খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড…
মহেশখালী প্রতিবেদক : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের ধানক্ষেতে পিটিয়ে হত্যার শিকার মোহাম্মদ আব্দুর…
টেকনাফ প্রতিবেদক : মিয়ানমার থেকে চোরাইপথে আসা মালিক বিহীন বাছুরসহ ১৭টি মহিষ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং…
নিজস্ব প্রতিবেদক : চোরাকারবারী ও মানবপাচারকারীদের নোট নেওয়া হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব…