কক্সবাজারে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলনের লক্ষ্যে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্টিত হয়েছে।

এতে জেলার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা-সংকটের ভাবনার পাশাপাশি জাতীয় পর্যায়ে রাষ্ট্রকাঠামোর সংস্কার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সংস্কার ও সংবিধান সংস্কার সহ ২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্টের রক্তাক্ত চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানানো হয়।

রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে ‘কক্সবাজার সিভিল সোসাইটি’ এর উদ্যোগে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।

বিকাল সোয়া ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় পর্যন্ত বিশিষ্ট শিক্ষাবিদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত নাগরিক সংলাপটির সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।

প্যানেল আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেছেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি আর যেন কোনভাবেই রাষ্ট্রের ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসতে না পারে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া চলমান রাষ্ট্রসংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌত্তিক সময় দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও অনিয়ম ছেয়ে গেছে এবং প্রত্যেক সেক্টরকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা বলেছেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে একান্ত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পাদনের পরই সর্বজন ও মহলের গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নাগরিক সংলাপের প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, নজরুল-আব্বাস সেন্টারের সভাপতি এডভোকেট রমিজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন, পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদুল ওয়াহিদ শাহেদ, সাগর-উল ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, তাশদিদ রেজা ও রিয়াদ মনি, অধ্যাপক অজিত দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, ইসলামী আন্দোলনের কক্সবাজারের সভাপতি মোহাম্মদ আলী, এডভোকেট সাকি এ কাউসার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তামান্না নওরিন ও ছাত্রদল নেতা মিজানুল আলম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, নতুন আকাঙ্খার বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে প্রতিনিধিত্বকারি নাগরিক প্রতিনিধিদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপের আয়োজন। প্যানেল আলোচকদের উত্থাপিত প্রস্তাবনা ও ভাবনাগুলো লিখিত আকারে সরকারের উর্ধ্বতন পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত সমাজের সর্বস্তরের মানুষের ভাবনাকে সংযুক্ত করে জাতীয় ঐক্যকে সুসংহত করতে এই প্রচেষ্টা।

nupa alam

Recent Posts

‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল : ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে গত ৩০ জানুুয়ারি রাতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ…

2 days ago

মাদক বহনকারি ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু, ইয়াবাসহ যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাদক বহনকারি ট্রলারকে ধাওয়া দেওয়ার সময় ঝাঁপ…

2 days ago

আরাকান আর্মির আটকে রাখা পন্যবাহি অপর জাহাজ ১৬ দিন পর টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দ্যেশে আসা চারটি কার্গো জাহাজ…

2 days ago

নেচে-গেয়ে বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তে মুগ্ধ বিদেশিরা

সাগরপাড়ে ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’ নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটিতে হওয়া ‘বার্নিং ম্যান’ উৎসবের…

2 days ago

চলতি বছর সেন্টমার্টিনে শেষ যাত্রা শুক্রবার, এক মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন

হাইকোর্টে রিটের শুনানি ৪ ফেব্রুয়ারি নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণলয়ের সিদ্ধান্ত…

4 days ago

সৈকতে ২৪ দিনে ৮৪ কাছিমের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে আরও ১৪ টি কাছিমের মৃতদেহ উদ্ধার…

4 days ago