নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
রোববার বেলা সাড়ে ১২ টায় উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।
প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫ টি স্থাপনা ভস্মিভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
“ স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা। “
ওসি বলেন, “ ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে। “
তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান আরিফ হোসাইন।
নিজস্ব প্রতিবেদক : বিশ্বভ্রমণ পর্বে বাংলাদেশে প্রথম জনসম্মুখে দেখা মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বুধবার সকাল…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ-সেন্টমার্টিন নৌপথসহ এবার নাফনদীর বাংলাদেশ অংশেও সকল নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু শহরও শতভাগ নিয়ন্ত্রণে নিয়েছে বিচ্ছিন্নতাবাদি…
নিজস্ব প্রতিবেদক : রামুতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশিয় তৈরী বেশ কিছু বন্দুক ও গুলি…
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে…