টেকনাফে আবারও অপহরণ : ধরে নিয়ে যাওয়া ৬ শ্রমিকের ৩ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ৬ শ্রমিককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ঘটনার পর পর পুলিশের অভিযানের মুখে ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জন নিখোঁজ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।

তবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়ীটি থামায়। পরে গাড়ীতে থাকা সহকারিসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দূর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। “

দূর্বৃত্তরা অপহৃতদের জিন্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

পরিদর্শক দস্তগীর হোসেন জানান, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, এনিয়ে গত এক বছর দুই মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৩ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৬জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগষ্ট থেকে নভেম্বরের এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩ টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

nupa alam

Recent Posts

কক্সবাজার সৈকতে বিশ্বের সর্ববৃহৎ ‘প্লাস্টিক দানব’

নিজস্ব প্রতিনিধি : সমুদ্রে প্লাস্টিক দূষনের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত…

8 hours ago

কক্সবাজারে ৫ বছরে এইডস আক্রান্ত ৭৯৩ জন, মারা গেছে ১২০ জন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বছরান্তে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশংকাজনক হারে। সেই সাথে বাড়ছে…

17 hours ago

ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…

1 day ago

আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…

1 day ago

বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের স্থান পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…

2 days ago

সেন্টমাটিন সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…

2 days ago