নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি ধাওয়াই পাচারকারিদের ফেলে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার দিনগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া দেড় নাম্বার সুইসগেট নামক এলাকা থেকে এসব ইযাবা উদ্ধার করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহি উদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। রাত দেড়টার দিকে ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। টহলদল ওই ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশী করলে তিনটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভিতরে ২ লাখ ৪৮হাজার ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। টহলদল ওই এলাকায় অভিযান চালালেও কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…