চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে ইট বোঝাই ডাম্পার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন (৪০) নিহত হয়েছেন। 

নিহত ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিন ও আজমগীরের বাড়িও পেকুয়ায়। আহতদের বেসরকারি হাসপাতাল জমজম-এ ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।  

এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তন্মধ্যে সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মা কোম্পানির সেলস অফিসার মো. আজমগীর (৪৮) রয়েছেন। অপরদিকে শনিবাার রাত ১০ টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় দুই বাইক আরোহী মোহাম্মদ সোহেল (১৮) ও মোহাম্মদ রিফাত (১৯) নিহত হয়েছেন। দুই বাইক আরোহী চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তন্মধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনায় পতিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাতের দুর্ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে গেছে, লরি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

2 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

2 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago