এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই উপজেলার ডুলহাজারা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকীর কাছ থেকে ঘুষ নেয়ার সময় এই ভিডিও ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এই ঘুষ লেনদেন হয়। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওটিতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।’
এসময় প্রতিত্তোরে রিংভং মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকী বলেন, ‘স্যার এগুলো রাখেন, এখানে এক আছে। এরপর তিনি আবার বলেন, স্যার, তাহলে বাকী কথা মোবাইলে হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে দশ বারেরও বেশি ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ওই শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাড়া দেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ঘুষ দাতা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরো অনেকে ছিলেন। কে ভিডিওটি করেছে আমি জানিনা।
তিনি ঘুষ প্রদানের কথা স্বীকার করলেও কি কারণে মাধ্যমিক শিক্ষা কর্তাকর্তাকে ঘুষ দিয়েছেন জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ঘুষ গ্রহনকারী এবং ঘুষ দাতা উভয়েই সমান অপরাধী। এব্যাপারে যথাযথ প্রমাণ পাওয়া গেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…