জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান

শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার নুর হোসেন গত ২৫ বছর ধরে অসুস্থ। ফলে সংসারের হাল ধরতে হয়েছে নিজেকে। গত ২৫ বছর ধরে বিভিন্ন বাড়িতে বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে চালিয়ে আসছিলেন সংসার।

এবার সেই লাইলা বাজারে সবজির মূল্য বৃদ্ধির পর কম মূল্যের সবজির দোকান নিয়ে বসেছেন খোলা আকাশের নিচে।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ বাস স্টেশন আবু সিদ্দিক মার্কেটের সামনে খোলা আকাশের নিচে সবজি সাজিয়ে রাখা দোকানে কথা হয়েছে লাইলার সাথে। তার দোকানে অন্য দোকানের চেয়ে কম মূল্য হওয়ায় ক্রেতার ভিড়ও ছিলে স্বাভাবিক। আর এক নারী টেকনাফের মতো বাজারে সবজির দোকান করার খবরে দেখতেও আসছেন অনেকেই।

লাইলা বেগম জানান, স্বামী ভারসাম্যহীন হওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে। দীর্ঘ ২৫ টি বছর ছেলে মেয়ে লালন পালন করতে এলাকায় এলাকায় কাপড় বিক্রি করতেন। মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন। বাজারে তরকারির দাম বেড়ে যাওয়ার কথা চিন্তা করে একটা তরকারির দোকান দেন। ঋণের টাকা নিয়ে মাকের্টের ব্যবসায়ীদের অনুমতিক্রমে খালি জায়গা দোকান দেন।

তিনি বলেন, সকালে ঘুমধুম, আলিকদম, রামুসহ বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে টেকনাফ বাজারে কম দামে বিক্রি করে যাচ্ছেন এক সপ্তাহ ধরে। তবে এখানে অনেক বাধাবিপত্তি এসেছে। কম দামে তরকারি বিক্রি করার কারণে সিন্ডিকেটর অনেকেই আমাকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টাও করছে। তারপরও আমি থেমে যায়নি। আমার ব্যাবসা চালিয়ে যাচ্ছি। কম দামে বিক্রি করেও প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা আয় হচ্ছে। এই টাকায় আমার সুন্দর সংসার চলছে।

লাইলা জানান, আমরা ৭ জনের পরিবার বড় দুই ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। ছোট ছেলে আমাকে কাজে সহযোগিতা করে। এক মেয়ে ইসমতারা বিয়ে হয়েছে স্বামী মারা গেছে সেও আমার সাথে থাকে আমাকে সহযোগিতা করে। আরেক মেয়ে পড়া লেখা করে। আলহামদুলিল্লাহ এই টাকায় আমাদের সংসার ভালো ভাবে চলছে।

সাধারণ ক্রেতা ইসমাইল বলেন, আমরা কম দাম তরকারি পাচ্ছি। খবর পেয়ে এই দোকানে চলে এসেছি। দেখছি সব দোকানের চেয়ে এই দোকানে কম দামে পাওয়া যাচ্ছে। অনেক মানুষ এইখান থেকে তরকারি ক্রয় করতে দেখা যাচ্ছে।

nupa alam

Recent Posts

শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…

3 hours ago

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

22 hours ago

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

1 day ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

4 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

4 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

4 days ago