নিজস্ব প্রতিবেদক : টেকনাফে দুই যুবকের মধ্যে দুষ্টামির জের ধরে কথা কাটাকাটির জেরে আবদুর রহমান (৩০) নামের এক যুবককে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১০ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত আবদুর রহমান হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের বোন নুর ফাতেমা বলেন, স্থানীয় বদি আলমের সাথে নিহত আববদুর রহমানের মশকারা থেকে কথা-কাটাকাটি হয়। এরপরে রহমান বাড়িতে চলে আসে। পরে ফোন করে পুনরায় ডেকে নিয়ে রহমানকে গুলি করে এবং দা দিয়ে কুপিয়েছে। গুলির আওয়াজ শুনে স্থানীয় জনতা জড়ো হলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ রহমানকে হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
তিনি বলেন, আজগর আলীর ছেলে হোয়াইক্যং ইউনিয়ন (দক্ষিণ) যুবদলের আহবায়ক জাকারিয়ার নেতৃত্ব অলী আহমদ এর ছেলে জাহেদ হোসেন, চৌকিদার নজির আহমদের ছেলে বদি আলম, নজির আহমদের ছেলে সাদ্দাম, তারেক সহ অনেকে এ ঘটনার সাথে জড়িত।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর থানার মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…